নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন টাইগ্রেস বোলারদের সামনে মাত্র ৪১ রানে গুড়িয়ে গেছে মালয়েশিয়ার নারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জ্যোতি এবং মুর্শিদা খাতুনের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায়।
লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের বোলিং তোপে মাত্র ৪১ রানে গুড়িয়ে যায় মালয়েশিয়া। ফলে ৮৮ রানের বড় জয় পায় স্বাগতিকরা।
সিলেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি করেন ৩৪ বলে ৫৩ রান। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন জ্যোতি। এছাড়া ওপেনার মুর্শিদা করেন ৫৬ রান। এছাড়া অন্যরা অবশ্য ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেনি।
লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের সামনে প্রতিরোধও গড়তে পারেনি মালয়েশিয়ান নারীরা। দলটির পক্ষে কেউই ডাবল ডিজিটে পৌঁছাতেই পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন দুইজন। এছাড়া পাঁচজন মালয়েশিয়ান ব্যাটারকে ‘শূন্য’ রানে আউট করে ফেরান টাইগ্রেস বোলাররা।
বাংলাদেশের পক্ষে বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা এদিন অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়াও ফাহিমা খাতুন, সানজিদা আক্তার এবং রুমানা আহমেদ ২টি করে উইকেট শিকার করেন। মালয়েশিয়ার শেষ ব্যাটারকে ফিরিয়ে দিয়ে উইকেট শিকারীর তালিকায় নাম ওঠান সালমাও।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।