গ্রুপ পর্বের সেরা চার দল নিয়ে আজ থেকে শুরু হলো এশিয়া কাপের সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে উদ্বোধনী ম্যাচে খেলা দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
শারজাহ স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আসরে নিজেদের প্রথম দেখায় লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জেতা আফগান অধিনায়ক টস হেরে জানিয়েছেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে চাই, আমরা স্কোরবোর্ডে ভালো রান রাখতে চাই। আমাদের বোলাররা যেভাবে পারফর্ম করেছে তাতে সত্যিই খুশি। আশা করছি তারা আজও ভালো বোলিং করবে। বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আমরা আবারও ভালো করতে চাই।’
আফগান দলে এসেছে একটি পরিবর্তন। শিনওয়ারি খেলছেন আজমতউল্লাহ অসুস্থ থাকায়। অন্যদিকে বাংলাদেশ ম্যাচে খেলা একাদশ নিয়েই নামছে শ্রীলঙ্কা।
আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেট রক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।