মিরপুরে উড়ছে পাকিস্তানী পতাকা !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৫ই নভেম্বর ২০২১ ০৪:৪৭ অপরাহ্ন
মিরপুরে উড়ছে পাকিস্তানী পতাকা !

সফরকারী দল মাঠে জাতীয় পতাকা নিয়ে অনুশীলন করছে এমন দৃশ্য সচারচর দেখা যায় না। এবারের বাংলাদেশ সফরে এ কাজটিই করলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। 


বাংলাদেশ সফরে এসে মিরপুরের একাডেমি মাঠে আজ প্রথম দিনের অনুশীলন সারলো পাকিস্তান ক্রিকেট দল। এরপর নেট প্র্যাকটিস সারে দলটি। এসময় শের-ই-বাংলা একাডেমির উত্তর-পশ্চিম কোণে নেটের দুইদিকে নিজেদের জাতীয় পতাকা টানিয়ে প্র্যাকটিস করতে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা।


এর আগে অন্য কোন দেশকে এভাবে নিজের দেশের পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি। তবে পাকিস্তান দলের কারো সঙ্গে কথা বলার সুযোগ না থাকায় তাদের কাছ থেকে এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।


তবে শুধু বাংলাদেশ সফর নয়। এবারের বিশ্বকাপেও পাকিস্তানকে এভাবেই অনুশীলন করতে দেখা গেছে। সেখানে অবশ্য দলের কোচ সাকলায়েন মুশতাক ব্যাখ্যা করেছেন যে এই বিষয়টি সম্পূর্ণই মনস্তাত্ত্বিক।


সাকলায়েন মুশতাক বলেন, ‘এই দল পুরো দেশের (পাকিস্তানের) প্রতিনিধিত্ব করছে। দেখেই মনে হচ্ছে দেশের ২২ কোটি লোক যেন এক হয়ে আমাদের জন্যে গলা ফাটাচ্ছে।’