সলঙ্গায় বছরের শুরুতে শিক্ষার্থীদের খুশির জোয়ার নতুন বই হাতে পেয়ে

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৩:২৪ অপরাহ্ন
সলঙ্গায় বছরের শুরুতে শিক্ষার্থীদের খুশির জোয়ার নতুন বই হাতে পেয়ে

সিরাজগঞ্জের সলঙ্গায় নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে।  


১ জানুয়ারি সকালে সলঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা, শাহীন স্কুল সলঙ্গা শাখা, সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বনবাড়িয়া নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে নতুন বই গ্রহণ করে।  


সলঙ্গার স্কুল ও মাদ্রাসাগুলোতে এদিন উৎসবমুখর পরিবেশ দেখা যায়। শিশু-কিশোর শিক্ষার্থীদের চিরাচরিত ভিড় এবং নতুন বইয়ের প্রতি তাদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এদিন বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও অভিভাবকরা।  


সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।  


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নত করতে এই উদ্যোগকে প্রশংসা করেন। তারা বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করবে। পাশাপাশি তারা সংশ্লিষ্ট সকলকে এই উদ্যোগ সফল করার জন্য ধন্যবাদ জানান।  


সলঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে এমন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের খুশি হওয়া এবং অভিভাবকদের সন্তুষ্টি নতুন বছরের শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।