সাজেকে আটকে পড়া ৫ শতাধিক পর্যটক নিরাপদে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪ ০৪:৪৫ অপরাহ্ন
সাজেকে আটকে পড়া ৫ শতাধিক পর্যটক নিরাপদে ফিরলেন

নিরাপত্তাজনিত কারণে সাজেকে আটকে পড়া ৫ শতাধিক পর্যটক বুধবার দুপুরে খাগড়াছড়ি ফিরেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় তারা সাজেক থেকে রওনা হন।  


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সাজেক অঞ্চলে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির ছিল। এর জেরে মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।  


তিনি আরও বলেন, "গতকাল যারা সাজেকে অবস্থান করছিলেন, তারা বুধবার দুপুরের মধ্যে নিরাপদে খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন। তবে পর্যটন নিষেধাজ্ঞা বাড়ানো হবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ রাতের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।"  


উল্লেখ্য, দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। তবে সাম্প্রতিক পরিস্থিতি আবারও এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।  


এদিকে, সাজেক ভ্রমণে গিয়ে আটকে পড়া পর্যটকদের অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "সাজেকের সৌন্দর্য উপভোগের জন্য এলেও হঠাৎ গোলাগুলির খবর এবং নিরাপত্তা সংকট আমাদের উদ্বিগ্ন করে তোলে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নিরাপদে ফিরতে পেরেছি।"  


সাজেক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। কিন্তু সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি পর্যটকদের নিরাপত্তা এবং ভ্রমণ অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশাসন এই সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।