অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে এসেছেন তিনি । সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন আগ্রহের কথা বলেন শন টেইট।
বাংলাদেশ দলের বোলিং কোচের পদটি এখন শূন্য পড়ে আছে। চাকরি ছেড়ে চলে গেছেন টাইগারদের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন। সেই পদেই বসতে মুখিয়ে টেইট। এ সম্পর্কে তিনি বলেন, ‘অবশ্যই আমি আগ্রহী পেস বোলিং কোচ হতে। তাদের হাতে অবশ্য সময় আছে, কাকে বেছে নেবে। তবে অবশ্যই আমার জন্য দারুণ হবে যদি দায়িত্ব পাই।’
খেলোয়াড় থেকে শুরু করে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মাঝেও ক্রিকেট নিয়ে অন্যরকম টান। অনেকে তো বলেই থাকেন বাঙালি ক্রিকেটপ্রেমী জাতি। শন টেইট মনে করছেন আগামী বছরগুলোতে এখানে ক্রিকেট নিয়ে আরও রোমাঞ্চ তৈরি হবে। এ সম্পর্কে তার ভাষ্য, ‘এমনিতেও বাংলাদেশের ক্রিকেটে তরুণ ফাস্ট বোলার ও ক্রিকেটার উঠে আসছে। আগামী ৫-৬ বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর।’
খেলোয়াড়ি জীবনে গতির ঝড় তুললেও শন টেইটের ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ২০০৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর ২০১৬ সালে অবসন নেন তিনি। এরপর ঝুঁকেন কোচিংয়ের দিকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার বিপিএলে এসেছে চট্টগ্রামের হয়ে কাজ করতে।
দেশের টেইট ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। তিন ফরম্যাটে তার উইকেট সংখ্যা ৯৫টি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।