ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করলে তাদেরই ক্ষতি হবে: সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
এম. সোহেল
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ০৬:৩২ অপরাহ্ন
ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করলে তাদেরই ক্ষতি হবে: সাখাওয়াত হোসেন


ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না, বরং ভারতেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 


মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 


উপদেষ্টা বলেন, "ভারত সরকার যদি গায়ে পড়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে সেটি ভারতেই ক্ষতি সৃষ্টি করবে। ভারতের কিছু রাজনীতিবিদ এবং গণমাধ্যমের মধ্যে নির্বাচনী স্বার্থে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।" তিনি আরও বলেন, "ভারত একটি বৃহৎ দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখা তাদের স্বার্থে। যদি তারা এ সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, তবে তা তাদের জন্য ভালো হবে না।"


সাখাওয়াত হোসেন ভারতের প্রতি তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "ভারত সরকার যদি গায়ে পড়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তারা শীঘ্রই এর খেসারত দেবে।"


এছাড়া, দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, "গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস বন্ধ হওয়ার পেছনে শ্রমিকদের কোনো দোষ নেই। বরং, ঋণ খেলাপি প্রতিষ্ঠানগুলো এবং এর পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করেছে সরকার।" তিনি আরও বলেন, "এ বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আগামী সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"


এভাবে, সাখাওয়াত হোসেন দেশের শ্রমিকদের স্বার্থে সরকারের দ্রুত পদক্ষেপের আশা প্রকাশ করেছেন এবং ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।