অপরাজিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে প্রতিপক্ষ টেবিলের চার নম্বরে থাকা মিনিস্টার ঢাকা। চট্টগ্রামের মাঠে যেভাবে রান উঠেছে গত ম্যাচগুলোতে সেভাবে রান উঠেছে শুরু থেকে সেভাবে ঢাকার ব্যাটাররা তুলতে না পারলেও শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং মোড় ঘুরিয়ে দিয়েছে ম্যাচের।কুমিল্লার কাছে টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় ঢাকা। ওপেনার মোহাম্মদ শাহাজাদ (৬) দ্বিতীয় ওভারেই এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন মোস্তাফিজুর রহমানের বলে।
তামিম শুরু থেকে রান তুলতে থাকেন দ্রুত গতিতে। তবে যোগ্য সং দিতে ব্যর্থ হয়েছে টপ-অর্ডারের ব্যাটাররা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ইমরানুজ্জামান ১৫ রান করে ফেরেন কারিম জানাতের বলে বোল্ড হয়ে।তামিম ইকবাল ৩৫ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৪৬ রান করে বিদায় নেন তানভির ইসলামের বলে ক্যাচ দিয়ে।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার সঙ্গে ব্যাট করতে নেমে শুভাগত হোম ৯, আন্দ্রে রাসেল ১১, নাঈম শেখ ১০ রান করে ফিরলেও মাহমুদউল্লাহ খেলেছেন ৪১ বলে ৩টি চার ও ৪টি ছয়ে ৭০ রানের অপরাজিত ইনিংস।শেষ পাঁচ ওভারে ২ উইকেটে ঢাকা তুলে ৬৪ রান। কুড়ি ওভারে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৮১ রান। কুমিল্লার হয়ে ২ উইকেট নেন তানভির ইসলাম। ১টি করে উইকেট নেন মোস্তাফিজ, শহিদুল ইসলাম ও কারিম জানাত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।