দেশের ৬৯টি কারাগারের ধারণক্ষমতা ৪২ হাজার হলেও বর্তমানে সেখানে ৬৫ হাজার বন্দি রয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বুধবার সকালে কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি অনেক পুরোনো এবং ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়টি জানে এবং দ্রুত এসব কারাগারের সংস্কার ও পুনর্নির্মাণ প্রয়োজন।
গত ৫ আগস্ট এবং এর পরে কারাগারে বন্দিদের সংখ্যা বেড়েছে। ওই সময়ে ২২ শতাধিক বন্দি পালিয়েছিল। তাদের মধ্যে ১৫০০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৭০০ জন পলাতক রয়েছেন।
এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক জানান, জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ১৭৪ জন সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়া আলোচিত মামলার অন্তর্ভুক্ত ৭০ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
কারাগারের বন্দিদের বর্তমান সংখ্যা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বন্দিদের নিরাপত্তা এবং কারাগারের পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।