উত্তেজনার ম্যাচে ঢাকাকে ৩ রানে হারালো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৩ অপরাহ্ন
উত্তেজনার ম্যাচে ঢাকাকে ৩ রানে হারালো চট্টগ্রাম

বারবার নেতৃত্বে পরিবর্তন এনেও জয়ের দেখা পাচ্ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট পর্বে তৃতীয় বারের মতো অধিনায়কত্বে বদল, নাঈম ইসলামকে সরিয়ে অধিনায়ক করা হয় আফিফ হোসেনকে।


মাঠের বাইরের নানান বিতর্কে টানা হেরে বিধ্বস্ত চট্টগ্রাম নিজেদের নবম ম্যাচে এসে অবশেষে চতুর্থ জয়ের দেখা পেল। উত্তেজনার ম্যাচে ঢাকাকে হারিয়েছে ৩ রানে। এই জয়ে চট্টগ্রাম উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে।তামিম ইকবাল শেষ পর্যন্ত টিকে থাকলেও জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন দলকে। আগে ব্যাট করে চট্টগ্রাম সংগ্রহ করে ৬ উইকেটে ১৪৮ রান।


জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার ওপেনার মোহাম্মদ শাহাজাদ সাজঘরে ফেরেন ৭ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে। এরপর ইমরানুজ্জামানকে ৮ রানে ফেরান নাসুম আহমেদ। এদিন চারে ব্যাট করতে নামেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ফিরতে হয় মৃত্যুঞ্জয়ের বলে শূন্য রানে।


দলের বিপর্যয়টা সামাল দেন ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দুজনে ৭১ (৫৯) রানের জুটি বাঁধার পর মাহমুদউল্লাহ ফেরেন ২৯ বলে ২৪ রান করে।এরপর তামিম-শুভাগত হোম মিলে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দলকে। দলীয় ১৩৫ রানের মাথায় শুভাগত বিদায় নেন ১১ বলে ২২ রান করে।


কায়েস আহমেদ ১ রান করে ফেরেন ১৪০ রানের মাথায়। নাঈম শেখ আট নম্বরে ব্যাট করতে নেমে হতাশ করলেন দলকে। শেষ ওভারে ৯ রান দরকার ছিল ঢাকার। প্রথম বলে কায়েস ফেরার পর পরের দুই বলে রান নিতে পারেননি নাঈম। তৃতীয় বলে ওয়াইড, চতুর্থ বলে প্রান্ত বদল করে স্ট্রাইকে আসেন তামিম।


পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে নাঈম স্ট্রাইকে গেলে শেষ বলে; নো বল করেন মৃত্যুঞ্জয়। জয়ের জন্য তখন ৪ রান লাগে তবে বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাঈম। মাত্র ১ রান নিলে ৩ রানে হেরে যায় ঢাকা।চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয়। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মেহেদী মিরাজ।


এর আগে দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ওপেনার জাকির হোসেন ১ রান করে সাজঘরে ফেরেন ফজল ফারুকির বলে বোল্ড হয়ে। এরপর উইল জ্যাকস ও আফিফ হোসেন ৪০ রান জোগ করেন স্কোর বোর্ডে।


উইল জ্যাকসকে ২৬ (২৪) রানে ফিরিয়ে জুটি ভাঙেন আরাফাত সানি। এরপর মেহেদী হাসানকে ২ রানে ফেরান মাশরাফী বিন মোর্ত্তজা। দলের বিপাকে আফিফও ফেরেন ২৭ (২৪) রান করে মাহমুদউল্লাহ’র বলে ক্যাচ দিয়ে।


তবে শামিম হোসেন রানে ফেরেন, খেলেন ৩৭ বলে ৫২ রানের ইনিংস। এ ছাড়া বেনি হাওয়েলের ব্যাটে আসে ২৪ (১৯) রান। আকবর আলী করেন ৯ রান।ঢাকার পক্ষে ১টি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা, ফজক ফারুকি, আরাফাত সানি, এবাদত হোসেন, কায়েস আহমেদ ও মাহমুদউল্লাহ।