আত্রাইয়ে এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে গণিত উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
আত্রাইয়ে এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে গণিত উৎসব অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 


উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবু বক্কর পি কে। এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রায়হানুল ইসলাম তিতু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা খন্দকার নজরুল ইসলাম। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষক-শিক্ষিকা, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও, অনুষ্ঠানে সাংবাদিক নাজমুল হক নাহিদ, ডিএস জাহিদুল ইসলাম, আবু দারদা, তাজিমদ্দি রকেটসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন। 


গণিত উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়। এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা এই ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় শিক্ষার উন্নয়ন এবং সামাজিক দায়িত্ববোধের প্রতি অবদান রাখছে। 


এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথ প্রশস্ত করবে, এমনটিই প্রত্যাশা করছেন সবাই।