সিরিজের শেষ ম্যাচ। শুধু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেরই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ের পূর্ণাঙ্গ সিরিজেরই শেষ ম্যাচ। এই ম্যাচটা জিতলে নতুন রেকর্ড করবে টাইগাররা। প্রথমে এক ম্যাচের টেস্ট জয়, পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ।
এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও শুরু করে জয় দিয়ে। আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ জিতবে বাংলাদেশ। সেই লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙ্গে মাত্র ১২ রানের মাথায়।
ওপেনার তিনাশে কামুনহুকামাওয়েকে ১০ রানে ফেরান পেসার আল-আমীন। গোটা সফরে অনুজ্জ্বল থাকা ব্রেন্ডন টেইলরের ব্যাট জ্বলে ওঠে আজ। তার অর্ধশতকের ইনিংস খেলা স্বত্বেও সব মিলে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করতে পেরেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরের অপরাজিত ৫৯ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ক্রেইগ আরভিন।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আল-আমীন। এছাড়া ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ হোসাইন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।