ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট নিষিদ্ধ!
উত্তর আমেরিকা মহাদেশের কয়েকটি দ্বীপ রাষ্ট্র মিলে একটি বোর্ডের অধীনে ক্রিকেট খেলে থাকে যার নাম ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট নিয়ে দারুণ উৎসব চলে সেই দেশগুলোতে। এবার সেখানেও বাধ সাধল করোনা ভাইরাস। ৩০ দিনের জন্য সব ধরণের ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে।
বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবে স্তিমিত ক্রীড়াবিশ্ব। আর্ন্তজাতিক পর্যায়ে খেলাধুলার প্রায় সব ইভেন্ট আগেই স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) করোনা আতঙ্কে সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজও হাঁটল সেই পথে।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দেয়া নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) থেকে ৩০ দিন ওয়েস্ট ইন্ডিজে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ড, নারী সুপার ৫০ ওভার কাপ, আঞ্চলিক অর্নূধ্ব-১৫ বালক চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক অর্নূধ্ব-১৯ নারী চ্যাম্পয়িনশিপের আয়োজন স্থগিত হয়েছে। এছাড়া সূচি অনুসারে আগামী এক মাসের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুটি গুরুত্বর্পূণ সভা ছিল। কিন্তু পিছিয়ে দেয়া হয়েছে সভাগুলোও।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।