ভোগান্তির আরেক নাম পটুয়াখালী বাস টার্মিনাল, সড়কে যানজট বাড়ছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৩:২৭ অপরাহ্ন
ভোগান্তির আরেক নাম পটুয়াখালী বাস টার্মিনাল, সড়কে যানজট বাড়ছে দুর্ঘটনা

পটুয়াখালী বাস টার্মিনালটি এখন দুর্ভোগের এক বড় নাম। জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত এই টার্মিনালে চলাচল করা যাত্রীরা প্রতিদিন কাদাপানি আর জলাবদ্ধতার মধ্যে পড়ছেন। শুধু যাত্রীরা নয়, পরিবহন মালিক, চালক এবং শ্রমিকরাও এর দুর্দশা পোহাচ্ছেন। সড়কে যাত্রী নামাতে গিয়ে বাসগুলো দাঁড়িয়ে থাকছে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে দিন দিন।


২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে এর অবস্থা খুবই খারাপ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে সৃষ্টি হয় অসংখ্য খানাখন্দ, এবং ছোট বড় ডোবায় পরিণত হয় পুরো টার্মিনাল। এই কারণে যাত্রীদের বিশেষ করে মহিলা ও শিশুদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। 


গাছি, বাসচালক ও পরিবহন শ্রমিকদের জন্যও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাসের টিকেট কাউন্টার থেকে বাস গুলো সড়কের পাশে থামিয়ে রাখা হয়, যা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। একদিকে যাত্রীদের দুর্ভোগ, অন্যদিকে যানজট ও দুর্ঘটনা।


এ বিষয়ে যাত্রী মো. তামিম বলেন, “আমি প্রতি সপ্তাহে পটুয়াখালী আসি, কিন্তু বাস টার্মিনালের অবস্থা দেখে আমি হতাশ। যাত্রীদের কাদায় নামিয়ে দেওয়া হচ্ছে, পানিতে চলাচল করতে হচ্ছে। এটা কতটা অস্বাস্থ্যকর, তা বলার মতো নয়।”


বাসচালক আমিন মুন্সি জানান, “বাস টার্মিনালের এই অবস্থা, আমাদের মাসে হাজার হাজার টাকা ক্ষতি হচ্ছে। পানি জমে থাকায় শুধু যাত্রীরা নয়, চালকরাও ভোগান্তিতে পড়ছেন।”


এদিকে, পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় পরিবহন চালাতে গিয়ে দুর্ঘটনা বেড়েছে। তিনি পৌরসভাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।


পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু বলেন, “এডিবির অর্থায়নে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথে। তবে সাময়িকভাবে বর্তমান টার্মিনালটি চলাচলের উপযোগী করতে মেরামত কাজ শুরু করা হবে।”


তবে বাস টার্মিনালের এই দীর্ঘদীন সমস্যা সমাধান না হলে, প্রতিদিনের যানজট ও দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।