বিপিএল-এ করোনার হানা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই জানুয়ারী ২০২২ ১২:৪৬ অপরাহ্ন
বিপিএল-এ করোনার হানা

বিপিএলের সময়সূচি ঘোষণার পর থেকেই চলছে নানা ধরনের নেতিবাচক সংবাদ। কখনো ফ্রাঞ্চাইজি মালিক নিয়ে সমস্যা তো কখনো মাঠে দর্শক থাকবে কি থাকবে না তা নিয়ে চলে আলোচনা। এর মাঝে আরেক বিপত্তি দেখা দিল বিপিএলে। বিপিএল শুরুর তিনদিন আগে কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে নতুন করে আবারও পরীক্ষা করানো হবে সবার।


এদিকে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে হোটেলে উঠতে দেওয়া হবে না। ফলে আপাতত দলের বাইরেই থাকতে হচ্ছে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের। আর আক্রান্তদের ক্ষেত্রে টোকিও অলিম্পিকের প্রটোকল ফলো করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


এদিকে কোভিডের এ বিপর্যস্ত সময়ে আসর আয়োজন করতে পারাটাকেই সাফল্য বলে মানছেন আয়োজকরা। 


এবারের বিপিএলে ডিআরএস থাকছে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। করোনা প্রকোপের কারণে ডিআরএসের একমাত্র সোর্স হক-আই কোম্পানির লোকবল কম থাকায় এবারের বিপিএলে রাখা সম্ভব হচ্ছে না ডিআরএস। 


আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।