কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১ লাখ পিস ইয়াবাসহ শফিক উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটক ব্যক্তি শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর পুত্র।
শুক্রবার (৩ জানুয়ারি) র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানরত ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যরা এলাকায় প্রবেশ করলে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় মো. শফিক উল্লাহকে আটক করা হয়। তার কাছে থাকা তেলের একটি গ্যালন থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, পালিয়ে যাওয়া ৩-৪ জন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত শফিক উল্লাহ জানায়, মাছ ধরার আড়ালে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ইয়াবা উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।