নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ‘সুন্দরবন ১৪’ লঞ্চ পটুয়াখালীতে আসায় লঞ্চের সুপারভাইজার, মাষ্টার, সুকানিসহ ৩৬ জন ষ্টাফকে আগামী ১৪দিন লঞ্চেই কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে পূর্ব পাশে মাঝনদীতে বসে এ আদেশ প্রদান করা হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট অমিত রায় জানান, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে রাতে লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘাট সংলগ্ন মাঝনদীতে নোঙ্গর করা আলোবাতি বন্ধ করা লঞ্চ টি দেখতে পেয়ে ট্রলারযোগে সেখানে হাজির হন। পরে লঞ্চের ষ্টাফদের সাথে কথা বলে ঢাকা সদরঘাট থেকে ফেরার বিষয়টি নিশ্চিত হয়ে স্টাফদের লঞ্চেই ১৪ দিন কোরেন্টাইনে থাকার আদেশ জারি করেন।
পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, লঞ্চটি পটুয়াখালী আসছে এমন খবর পেয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে অভিযানে অংশ গ্রহন করি। লঞ্চ টি বিনা অনুমতিতে ঢাকার সদরঘাটের পাশ থেকে পটুয়াখালী আসায় স্টাফদের ১৪দিন কোয়ারেন্টিনে থাকার আদেশ জারি করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।