হাতীবান্ধায় সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন
হাতীবান্ধায় সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইদ্রিস আলী (১৩), সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।


ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, ইদ্রিস আলী নিজ বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে হাতীবান্ধা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি তদন্ত করে।


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আরও বলেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।


এ ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত ইদ্রিস আলীর পরিবারও এই মর্মান্তিক দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। তার অকাল মৃত্যুতে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।