দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল সোমবার (২৮ জুন) থেকে তিন দিনের জন্য শুরু হয়েছে সীমিত পরিসরের লকডাউন। এতে সারাদেশে দূরপাল্লার বাসসহ বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। শুধু পণ্যপরিবহন ও রিকশা চলাচলের অনুমতি সরকার। সেই সঙ্গে বন্ধ রয়েছে সকল প্রকার রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের (উবার ও পাঠাও) অ্যাপ।
সোমবার (২৮ জুন) থেকে লকডাউন শুরুর পর রাজধানীতে যাতায়াত করার জন্য অনেকেই এই রাইড শেয়ারিং সেবা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এসব অ্যাপ বন্ধ থাকায় তারা এ সেবা নিতে ব্যাহত হচ্ছেন।
জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে এক নির্দেশনা দিয়ে এসব রাইড শেয়ারিং প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়। এরপর থেকেই রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রাখছে এসব প্রতিষ্ঠান। তবে এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো ঘোষণা দেইনি।
এদিকে পাঠাও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুন) থেকে তাদের রাইড শেয়ারিং সেবা বন্ধ রেখেছে। তবে উবার তাদের গ্রাহকদের এখনো পর্যন্ত কিছু জানায়নি। উবার অ্যাপ চালু করলে মটো কানেক্ট (পার্সেল) সেবা চালুর আছে বলে দেখা যাচ্ছে।
এদিকে সোমবার রাতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না মর্মে বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।