নলছিটি জেড.এ ভূট্টো কলেজে আগামীর নেতৃত্বে রিমনকে চায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৪:১০ অপরাহ্ন
নলছিটি জেড.এ ভূট্টো কলেজে আগামীর নেতৃত্বে রিমনকে চায় শিক্ষার্থীরা

ঝালকাঠির নলছিটি উপজেলার জেড. এ ভূট্টো কলেজের শিক্ষার্থীরা কলেজ কমিটির সাধারণ সম্পাদক পদে তরুণ নেতা মো. বরিউল ইসলাম রিমন মোল্লাকে নেতৃত্বে দেখতে চান। তাদের দাবি, রিমন কলেজের সঠিক নেতৃত্বের প্রতীক এবং ছাত্র রাজনীতির একজন সাহসী ও মেধাবী প্রতিনিধি।


রিমন মোল্লা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নিবেদিত কর্মী হিসেবে পরিচিত। শেখ হাসিনার সরকার বিরোধী ছাত্র আন্দোলনে তিনি কলেজে ছাত্রদলকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। এমনকি ছাত্রলীগের হামলার শিকার হলেও রিমন কখনো দলের সিদ্ধান্ত থেকে সরেননি। তিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তার সংগ্রাম অব্যাহত রেখেছেন।


কলেজের শিক্ষার্থীরা যেমন, মো. আতিক আহমেদ, শান্ত সরদার, মো. সাকিব, নুসরাত জাহান সাফা ও রিয়া আক্তার জানিয়েছেন, “রিমন সব সময় ছাত্রদলের পাশে ছিলেন এবং তিনি আমাদের সকল সমস্যায় সহায়তা করেছেন। তার নেতৃত্বে কলেজে মাদক ও সন্ত্রাস মুক্ত পরিবেশ নিশ্চিত হবে।”


রিমন মোল্লা বলেন, “দলকে ধরে রাখতে এবং কলেজের শিক্ষার্থীদের পাশে থাকতে আমি সব সময় লড়াই করেছি। ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েও কখনো থেমে থাকিনি। দলের খারাপ সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভালো সময়েও পাশে থাকবো। এখন শিক্ষার্থীরা বিচার করবে, কে আসবে আগামী দিনের নেতৃত্বে।”


শিক্ষার্থীদের আশা, রিমনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলে তিনি কলেজে একটি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করবেন, যা ছাত্রদের জন্য মঙ্গলজনক হবে।