বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটছে তা অনিয়মিত ঘটনা। এ কারণে ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। দু’দিনের সফরে রংপুরে এসে শনিবার সকালে নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এবার পেঁয়াজ আমদানি না করে নিজেদের উৎপাদন দিয়ে চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আগে থেকে না জানিয়ে ভারতের হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়াটা আমাদের জন্য একটি শিক্ষা, তাই এবার আমদানি না করে দেশের কৃষকদের মুনাফা বাড়িয়ে নিজস্ব উৎপাদন দিয়ে চাহিদা মেটানোর পরিকল্পনা করেছে সরকার।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।