মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৬:৪২ অপরাহ্ন
মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার, ৫ নভেম্বর ২০২৪: মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া শারীরিক সক্ষমতা পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন।


আজকের শারীরিক পরীক্ষা ছিল Physical Endurance Test (PET)-এর অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। এই পরীক্ষায় ৮২০ জন প্রার্থীর মধ্যে ৬৮২ জন উত্তীর্ণ হয়েছেন। আগামীকাল, ৬ নভেম্বর, আরও কঠিন শারীরিক পরীক্ষার জন্য প্রার্থীরা প্রস্তুত হবে, যার মধ্যে রয়েছে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং।


নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা)। তার নেতৃত্বে মঙ্গলবারের শারীরিক পরীক্ষা সুসম্পন্ন হয়। এছাড়া নিয়োগ কার্যক্রমে সহায়তা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যারা বিভিন্ন দপ্তর থেকে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা।


এদিনের পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর, নির্বাচিত প্রার্থীরা আগামীকাল আরও কঠিন শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুত হবেন। নিয়োগ প্রক্রিয়া শেষে, সফল প্রার্থীরা মৌলভীবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যোগদান করবেন।