প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৫৩
তিন দফা বৈঠক শেষে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার, যা ভোক্তাদের জন্য আরও চাপের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং এতে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ভোজ্যতেল আমদানি ও উৎপাদনকারীদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।