প্রকাশ: ২ আগস্ট ২০২৫, ১৮:৪০
সংবিধান সংশোধনের একমাত্র উপায় হলো সংসদের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে—এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, গণতান্ত্রিক রীতিনীতিকে অবলম্বন না করলে দেশে কোনো সংস্কারই কার্যকর হবে না।
শনিবার (২ আগস্ট) রাজধানীতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন আমীর খসরু। সেখানে তিনি রাজনৈতিক সংস্কারের পাশাপাশি গণতন্ত্র ও সংবিধান নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
আমীর খসরু বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা চলছে। তবে এটিকে বাস্তবায়ন করতে হলে তা করতে হবে সংসদের মধ্যেই। জনগণের কাছ থেকে ম্যান্ডেট ছাড়া সংবিধানে কোনো পরিবর্তন আনা যায় না।
তিনি আরও বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়। তিনি এ ধরনের রাজনৈতিক অপচেষ্টার নিন্দা জানান।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা যত সংস্কারই করি না কেন, যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, তাহলে তা কোনো কাজে আসবে না। মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু তার প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা না থাকলে জাতীয় ঐক্য গঠন সম্ভব নয়।
তিনি মত প্রকাশের স্বাধীনতা, পারস্পরিক সহনশীলতা এবং শ্রদ্ধার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, এগুলো ছাড়া গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা যায় না।
আমীর খসরুর মতে, জাতীয় স্বার্থ যেখানে যুক্ত, সেখানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিস্বার্থ নয়, জনগণের স্বার্থে একত্রিত হলে তবেই দেশ উন্নয়নের সঠিক পথে এগোবে।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সবকিছুর মূলে থাকতে হবে জনগণের মতামত এবং নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা। সংসদকেন্দ্রিক সংস্কারের পথই একমাত্র টেকসই ও বৈধ পথ।