প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:৫৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই সনদের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা লাল-সবুজ পতাকা হাতে সেখানে জড়ো হন। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তারা ‘জুলাই সনদ চাই’, ‘আমাদের অধিকার চাই’ এই স্লোগান দিচ্ছেন। মোড়জুড়ে ছিলো তাদের সরব উপস্থিতি। একইসঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।
জুলাই যোদ্ধারা জানিয়েছেন, বারবার আশ্বাস দিয়েও এখনো সরকার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে আহত ও শহিদ পরিবারের সদস্যরা অবহেলিত বোধ করছেন। এই অবহেলা থেকেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ কোনো আবদার নয়, এটি তাদের অধিকার। তারা রক্ত দিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, তার স্বীকৃতি পাওয়া তাদের ন্যায্য দাবি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বারবার দাবির কথা জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এক জুলাই যোদ্ধা বলেন, ‘আমরা আর আশ্বাস শুনতে চাই না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ছি না।’ আন্দোলনের অংশ হিসেবে তারা আগামীতে শাহবাগে অস্থায়ী মঞ্চ গড়ে তোলার ঘোষণাও দেন।
অবরোধের কারণে শাহবাগের আশপাশের রাস্তা বন্ধ হয়ে যায় এবং যানজট ছড়িয়ে পড়ে রমনা, সায়েন্সল্যাব ও বাংলামোটর এলাকায়। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হন।
এদিকে শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জুলাই যোদ্ধারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।