প্রকাশ: ২ আগস্ট ২০২৫, ১৮:২৯
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে এক অজগর সাপের পেটে ছাগল খুঁজে পাওয়ার ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ২০ ফুট লম্বা সাপটিকে পিটিয়ে হত্যা করেছেন। এলাকায় ছড়িয়ে পড়া এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে গত কয়েক দিন ধরে একে একে ছয়টি ছাগল নিখোঁজ হয়ে যায়। প্রথমে সবাই ধারণা করেছিলেন, হয়তো কেউ ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে। কিন্তু বৃহস্পতিবার আরও একটি ছাগল নিখোঁজ হলে এলাকাবাসী সতর্ক হয়ে ওঠেন।
বিকেলে স্থানীয় লোকজন দেখতে পান, একটি বিশাল আকারের অজগর সাপ একটি ছাগল গিলে ফেলছে। তখন তারা নিশ্চিত হন, এর আগের ছয়টি ছাগলও এই সাপটিই খেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়ে গ্রামবাসী।
তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। গ্রামবাসীদের মতে, মৃত অজগরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২০ ফুট। সাপটির পেটে থাকা মৃত ছাগলটিও পরে উদ্ধার করা হয়।
এই ঘটনার ছবি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, একাধিক ব্যক্তি সাপটিকে পেটাচ্ছেন এবং কেউ কেউ তার মৃতদেহের পাশে দাঁড়িয়ে রয়েছেন। মৃত সাপের পাশেই একটি মৃত ছাগলের দেহ পড়ে আছে।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, অজগরটি ৭টি ছাগল খেয়েছে। গ্রামবাসী যখন বুঝতে পারে এটি আরেকটি ছাগল খাচ্ছে, তখন তারা দায়িত্ব নিয়ে এটিকে মেরে ফেলে।
এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার রবিন্দ্র কুমার সিংহ বলেন, বিষয়টি শুক্রবার শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানতে সমস্যা হচ্ছে। আমরা খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
অজগরটি বন বিভাগের আওতাধীন হলেও এলাকাবাসীর নিরাপত্তার কারণেই তারা এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।