
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশানে পৌঁছায়। শেষবারের মতো তাকে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে নেওয়া হলেও ‘ফিরোজা’য় না গিয়ে গাড়িটি নেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়।
