পটুয়াখালী–৩ সংসদীয় আসনে আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণে ভোটের মাঠে সম্ভাব্য ‘বিএনপি বনাম বিএনপি’ লড়াই দেখা দিয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সবচেয়ে বেশি জয় অর্জন করেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এ আসনে প্রভাবশালী অবস্থানে রয়েছে। জাতীয় পার্টি এককভাবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জয় লাভ করলেও বিএনপি দুইবার এই আসনে বিজয়ী হয়েছে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভের তিন মাস পর পুনর্নির্বাচনে আসনটি হারায় দলটি।
সোমবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক মোঃ শাহ আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাসান মামুন, এবং গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নূর ও শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণ ভোটের হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
হাসান মামুন জানিয়েছেন, দলীয় নেতৃবৃন্দের অনুরোধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নূর বলেন, তিনি বিশ্বাস করেন, হাসান মামুন দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। জেলা বিএনপির কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।