বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ৭ই অক্টোবর ২০২৪ ০১:২৮ পূর্বাহ্ন
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত

শীর্ষ শিল্পগ্রুপ বসুন্ধরা’র চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার (৬ অক্টোবর) বিএফআইইউ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।


এ নির্দেশে আহমেদ আকবর সোবহানসহ পরিবারের আরও সাতজনের ব্যাংক হিসাব জব্দের কথা বলা হয়েছে। তালিকায় থাকা অন্যান্য সদস্যরা হলেন- তার ছেলে সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান এবং তাদের তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব ব্যক্তির নামে ব্যাংক হিসাব থাকলে সেগুলোর লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে। একইসঙ্গে তাদের নামে থাকা যেকোনো লকারের ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া, তাদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, ঋণের পরিমাণ ও লকার সম্পর্কিত যাবতীয় তথ্য দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।