কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিভাগীয় শহর রংপুরের সাথে সরাসরি বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করা হয়।
সরাসরি বাস সার্ভিস চালু না থাকায় ভূরুঙ্গামারী উপজেলার মানুষকে বিভাগীয় শহর রংপুর যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হতো। এতে তাদের সময় ও অর্থ অপচয় হতো। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন।
সরাসরি বাস চলাচল উদ্বোধনের সময় কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খায়রুল আলম, কুড়িগ্রাম জেলা বাস মনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি আলহাজ্ব কাজী গোলাম মোস্তফা, উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির সভাপতি রবিউল আলম গামা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সহ পরিবহন সেক্টরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।