প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

কনকনে শীত উপেক্ষা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হলো ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া দৌড় বাংলা বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় ৮০০ শিক্ষার্থী, যারা আগে থেকেই অনলাইনে নিবন্ধন করেছিলেন। নারী-পুরুষ সবার অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবের পরিবেশ।
