প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, তিনি কোথাও নির্বাচনে প্রার্থী হননি, ফলে মন্ত্রী হওয়ার সুযোগও নেই। দেশকে একটি উত্তম অবস্থায় নিতে জনগণের রক্তকে সার্থক করা তাদের একমাত্র লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার অগ্রহায়ণের ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনের উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি।
