প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে, যাদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপি এলাকায় তাদের এলোমেলো ঘোরাফেরার সময় আটক করে।