কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলার ওপর জোর দেয়া হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ইএমডিসি প্রকল্পের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্র্যাকের হিট মিটিগেশন প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সরকার এতে সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম, সমাজ সেবা অফিসার শামছুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রামাণিক ও সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।