কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে নকল বিদেশী মদ তৈরির সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটায় ইসমাইলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার নকল বিদেশী মদ, ৩৮টি খালি কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেল ও মদ তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে হাতেনাতে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন— টেকনাফের উত্তর লেঙ্গুরবিল এলাকার রেজাউল করিম (২৫), ফরিদপুর জেলার বিপুল বিশ্বাস এবং গাইবান্ধা জেলার মো. আল আমিন (১৯)।
র্যাব জানায়, এরা দীর্ঘদিন ধরে নকল বিদেশী মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বলেন, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকায় তরুণদের মধ্যে মাদক আসক্তি বাড়ছে। র্যাবের নিয়মিত অভিযান এ প্রবণতা কমাতে সহায়ক হবে বলে আশা করছেন তারা।