প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:৫৯
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একই পরিবারের দুই ভাইবোন। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বড় মেয়ে ঐর্দিকার মৃত্যু হয়। তার তিন দিন আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছোট ভাই তূর্য মারা যায়।