মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মধ্যরাতে অভিযান পরিচালনা করে এক লক্ষ ত্রিশ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯ জেলেকে আটক করেছে প্রশাসন।
শুক্রবার রাতে ও শনিবার দিনে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
তিনি জানান, শুক্রবার রাতে ও শনিবার দিনে উপজেলা মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে পদ্মা নদীর অন্তারমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে রাতে ৭ ও দিনে ৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দেওয়া হয়। এ সময় জব্দকৃত কারেন্ট জাল দৌলতদিয়া ঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।