প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:১৪
“সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়েও অনুষ্ঠিত হলো জুলাই পুনর্জাগরণ কর্মসূচি। শনিবার দিনব্যাপী এ আয়োজনের মূল আকর্ষণ ছিল লাখো কণ্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক ছিল উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানস্থলে ভিড় করেন শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ। সবাই মিলে নতুন সমাজ গঠনের অঙ্গীকার করেন সকলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, “জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত না করলে সমাজে সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “নারীদের শিক্ষা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে আমাদের প্রত্যেকের সচেতন দায়িত্ব রয়েছে। সকল স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার ফয়সাল আলম ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে সম্মান জানানো হয়। এরপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সবাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানেন।
শপথ পাঠ শেষে উপজেলার সাংস্কৃতিক সংগঠন ‘শুরের মোহনা’র শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও নাট্যাংশ। শ্রোতা-দর্শকদের মাঝে দেশপ্রেম ও নতুন সমাজ গঠনের প্রেরণা ছড়িয়ে পড়ে।
দিনব্যাপী এ কর্মসূচিতে নারী ও শিশুদের সচেতনতায় মহিলা বিষয়ক কার্যালয় ও সমাজসেবা অফিস একযোগে একটি সেবা মেলার আয়োজন করে। এতে বিভিন্ন স্টলে জনসচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হয় এবং সেবাপ্রত্যাশীদের তথ্য প্রদান করা হয়।