প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:১৭
টাঙ্গাইলের গোপালপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন এবং শহীদ ইমনের ছোট ভাই হাফেজ সুজন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ হৃদয়ের ছোট বোন জেসমিন আক্তারসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুন। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় বক্তৃতায়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির সাথে একযোগে অংশগ্রহণকারীরা সমাজ পরিবর্তনের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।
এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক মূল্যবোধ ও সমাজ সচেতনতা জাগ্রত করার প্রয়াস নেওয়া হয় বলে জানান আয়োজকেরা।