প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:২১
গোপালগঞ্জের মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের মালিক কামাল শেখের বিরুদ্ধে ১১ লাখ টাকা প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত কামাল শেখ (৪৬) গোপালগঞ্জ সদরের ডিসি রোড কেন্দ্রীয় কালিবাড়ি এলাকার বাসিন্দা এবং করপাড়া ইউনিয়নের বনগ্রামের ইউনুস শেখের ছেলে। প্রতারণার শিকার হয়েছেন মাদারীপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত যুবক শুভ মৈত্র।