প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার গভীর রাতে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের পাশের এই গ্রামে বসবাসরত তিন ভাই—বাবুল, ইব্রাহিম ও আলমের বাড়িতে একে একে হানা দেয় সশস্ত্র মুখোশধারী ডাকাতদল। ডাকাতির সময় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে পুরো বাড়ি তছনছ করা হয়।