পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটে শ্রমিক সরবরাহ নিয়ে বিরোধের জেরে এক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটে লোডিং-আনলোডিং কাজে শ্রমিক সরবরাহ নিয়ে শাহিন মৃধা ও আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিন সকাল সাড়ে ১০টার দিকে ৫০-৬০ জন অস্ত্রসজ্জিত লোক ব্যবসায়ী শাহিন মৃধার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঘটনায় শাহিন মৃধার প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার সম্পদ পুড়ে যায়। এ সময় দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামে তিন যুবক আহত হয়। একটি প্রাইভেট কারও ভাংচুর করা হয়। শাহিন মৃধা প্রতিষ্ঠানের ভিতরে থাকলেও স্থানীয়রা তাকে নিরাপদে উদ্ধার করে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
জানা গেছে, শাহিন মৃধা স্থানীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আমিনুল ইসলাম মহসিন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। শ্রমিক সরবরাহের কাজকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তপ্ত অবস্থা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজকের এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।