জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মঙ্গলবার (১৩ মে) দুপুরে তার এ পরিদর্শন কার্যক্রম শুরু হয় বাগজানা ইউনিয়ন ভূমি অফিস থেকে।
ভূমি অফিসে তিনি বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং অফিসের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। এরপর তিনি বাগজানা ইউনিয়ন পরিষদে পৌঁছালে চেয়ারম্যান মো. নাজমুল হকসহ ইউপি সদস্য ও সচিব তাকে শুভেচ্ছা জানান। পরিষদের গ্রাম পুলিশরা তাকে গার্ড অব অনার প্রদান করেন, যা পরিদর্শন কার্যক্রমে একটি আনুষ্ঠানিক মর্যাদা যোগ করে।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী উপজেলার জীবনপুর ও সোনাপুর নয়াপাড়া গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্পও ঘুরে দেখেন। সেখানে তিনি বসবাসকারী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রা, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। আশ্রয়প্রাপ্তরা তাদের সমস্যাবলী জেলা প্রশাসকের কাছে তুলে ধরলে তিনি সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
জেলা প্রশাসকের এ সফরে তার সঙ্গে ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, বাগজানা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ্ হিস সায়াদ ও বাগজানা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল লতিফ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই পরিদর্শন কার্যক্রমে বাগজানা ইউনিয়নে প্রশাসনিক সেবা উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জেলা প্রশাসক।