দিনাজপুরে ২০২৩ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ৮ জন শহীদের পরিবারের সদস্যদের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত এই অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর-এ-আলম এবং সহকারী কমিশনার শাহানা আফরোজ।
শহীদ পরিবারদের মধ্যে যারা সঞ্চয়পত্র পেয়েছেন তারা হলেন:
শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মো. মুসলেম উদ্দীন (রানীগঞ্জ, দিনাজপুর সদর)
শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন (পাহাড়পুর, দিনাজপুর শহর)
শহীদ মো. আল আমিন সরকারের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার (সেনগ্রাম, বীরগঞ্জ)
শহীদ মো. আশিকুল ইসলামের মাতা আরিশা আফরোজ (বনশ্রী, ঢাকা)
শহীদ মো. সুমন পাটোয়ারীর পিতা মো. ওমর ফারুক (লক্ষীপুর, চিরিরবন্দর)
শহীদ আসাদুল হক বাবুর স্ত্রী শারমিন আক্তার (নোনা, বিরল)
শহীদ মো. জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার (এম নাগরবাড়ী, বিরল)
শহীদ মো. মাসুম রেজা অন্তরের পিতা মো. মিজানুর রহমান (মধ্য করলা, বিরল)
জেলা প্রশাসক বলেন, “এই অনুদান শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি জাতির পক্ষ থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।”
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তান ও স্বামীদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।