প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:৬
পুলিশ বাহিনীর অস্ত্র ব্যবহারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে পুলিশের হাতে মারণাস্ত্র রাখা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, কেবলমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মারণাস্ত্র ব্যবহার করতে পারবে। অন্য সব ইউনিটের কাছে থাকা রাইফেল ও প্রাণঘাতী অস্ত্রগুলো ফেরত নেওয়া হবে।