খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোহাম্মদ আইয়ুব, এএসআই (নিঃ) শিমুল চৌধুরী এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা। তারা গুইমারা বাজার সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে সেবা মেডিকেল হলের সামনে সৌদিয়া পরিবহন নামক একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে নজরুল ইসলামকে আটক করেন।
আটক নজরুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার ৫নং ওয়ার্ডের সুপারি বাগান এলাকায়। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম ও মাতার নাম সুফিয়া খাতুন।
তল্লাশির সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়। পরে তাকে গুইমারা থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গুইমারা থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গুইমারা থানার মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে চলবে।”
এই অভিযানের মাধ্যমে স্থানীয় এলাকায় পুলিশের সক্রিয় ভূমিকা ও মাদক নির্মূলের প্রতি অঙ্গীকার স্পষ্ট হয়েছে।