প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:১৪
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাকে চিনু তাঁতী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত চিনু তাঁতী আমরাইল ছড়া চা বাগানের ১১ নং সেকশন এলাকার যজো তাঁতীর ছেলে।