বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেল পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশনে আসছিল।এসময় নিহত ওই নারী রেললাইন পার হওয়ার সময় ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি পার্বতীপুর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহ উপজেলা হাসপাতালে আছে।