প্রকাশ: ৭ মে ২০২৫, ২১:২৫
রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পরিচালিত এই আকস্মিক অভিযানে চারজন দালালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।