প্রকাশ: ৭ মে ২০২৫, ২১:২১
শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নিলাম বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের খান টাওয়ারে অবস্থিত অস্থায়ী নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত এ নিলামে পাঁচটি ব্রোকার্স হাউজের মাধ্যমে মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা উঠানো হয়। এসব চায়ের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৬২০ টাকা।